জুন প্রথম পাক্ষিকে বিজয়ী সেরা পাঠক নূহা চৌধুরী

অনলাইন বুকশপ বাংলাবই’ এবং চ্যানেল আই অনলাইনের আয়োজনে বইয়ের রিভিউ লেখা প্রতিযোগিতায় মে মাসের প্রথম পাক্ষিকে বিজয়ী হয়েছেন নূহা চৌধুরী। 

মাহরীন ফেরদৌসের ‘গল্পগুলো বাড়ি গেছে’ বইয়ের রিভিউ লিখে এ পুরস্কার জিতেছেন নূহা চৌধুরী। পুরস্কার হিসেবে তিনি পাবেন বাংলাবইয়ের সৌজন্যে এক হাজার টাকার বই।

বাংলাবই কার্যালয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানে বাংলাবই ও চ্যানেল আই অনলাইনের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এছাড়া নূহা চৌধুরীর লেখা রিভিউটি প্রকাশ করা হবে চ্যানেল আই অনলাইনে।

“বাংলাবই-চ্যানেল আই অনলাইন সেরা পাঠক-২০১৮” পাক্ষিক আয়োজন চলবে বছরব্যাপী। প্রতি মাসের প্রথম পনের দিনে একজন এবং পরের পনের দিনে একজন, মাসে মোট দুইজন বিজয়ী পাবেন এই সুযোগ। জুলাই মাসের প্রথম পাক্ষিকের লেখা জমা দেওয়া যাবে ১৫ জুলাই পর্যন্ত।

শুধুমাত্র ২০১৮ সালে প্রকাশিত বইয়ের রিভিউ লিখে প্রতি মাসে দু’জন পাবেন বাংলাবইয়ের সৌজন্যে এক হাজার টাকার নিজের পছন্দের বই।

প্রতি মাসের ১৫ তারিখ রাত বারটা পর্যন্ত প্রথম পাক্ষিক এবং মাসের শেষদিন রাত বারটা পর্যন্ত দ্বিতীয় পাক্ষিকের রিভিউ জমা দেওয়া যাবে।

রিভিউ মেইল করতে হবে [email protected] ঠিকানায়।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:
শুধুমাত্র ২০১৮ সালে প্রকাশিত যেকোন বইয়ের উপর ৩০০ থেকে ৫০০ শব্দে রিভিউ লিখতে হবে। রিভিউ লেখকের পুরো নাম, ছবি, মোবাইল নম্বর ও রিভিউকৃত বইয়ের প্রচ্ছদসহ রিভিউ পাঠাতে হবে [email protected] ঠিকানায়।

বিচারকমণ্ডলীর মাধ্যমে সেরা রিভিউ বাছাই করে লেখাটি চ্যানেল আই অনলাইনে প্রকাশ করা হবে। বিজয়ীকে দেওয়া হবে এক হাজার টাকার বুক কুপন। যার মাধ্যমে পছন্দের যেকোন বই কেনা যাবে বাংলাবই ডটকম থেকে।

মে প্রথম পক্ষের সেরা পাঠক সালমা সিদ্দিকা

July 5, 2018