Sale!

সাতই মার্চের বিকেল

৳ 360.00

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ইতিহাসভিত্তিক উপন্যাস ‘সাতই মার্চের বিকেল । ১৯৭১ সালের ৭ই মার্চ বাঙালির নবজীবনের সূচনাক্ষণ। সেই দিন থেকেই পাকিস্তানি শোষণের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিদ্রোহ ঘোষণা করেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঢাকা রেসকোর্স ময়দানে তাঁর বজ্রকণ্ঠের আহ্বান ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এদেশের আপামর মুক্তিকামী মানুষের বুকে জাগিয়েছিল স্বাধীনতার তীব্র আকাক্সক্ষা। সেই আকাক্সক্ষার আগুনে ঘি ঢেলে দিয়েছিল ২৫ মার্চের কালরাত্রি। মুক্তিকামী বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল এক অসম যুদ্ধে। নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ সবার মনে তখন একটি শপথ – ‘স্বাধীন বাংলাদেশ’।

এই উপন্যাসের নায়িকা সাবিহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বঙ্গবন্ধুর সেই আহ্বানে সে-ও সাড়া দিয়েছিল। তার প্রেমিক আশরাফের সঙ্গে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে যায় সে। কণ্ঠে তার ‘জয় বাংলা’। দেশ যে স্বাধীন হবেই এ বিশ্বাস তাদের মধ্যে বধ্যমূল ছিল। এরই মধ্যে ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি সামরিক জান্তার নৃশংসতায় বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ে অনেক বাঙালি। কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি হয় না। যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশের মানুষ। আশরাফও যুদ্ধে যায়। সাবিহা ফেরে গ্রামে। কিন্তু তার মন যে পড়ে আছে স্বাধীনতার সংগ্রামে, যুদ্ধের ময়দানে। নিজের ভেতর এক অস্থিরতা বোধ করে সে। এদিকে আশরাফেরও খবর নেই। অকুতোভয় আরো অনেক বাঙালি নারীর মতো একসময় সাবিহাও যুদ্ধে যায়। সাবিহাকে ঘিরে এগিয়ে চলে স্বাধীন বাংলাদেশের পথ নির্মাণের কাহিনি ‘সাতই মার্চের বিকেল’।

ISBN

9789849351603

Published

February , 2018