Sale!

প্রজেক্ট প্রজেক্টাইল

এত বড়বড় বিজ্ঞানীদের মাঝে তার মত একজন নগণ্য বাঁশিওয়ালা কেন? সে কি দুনিয়ার সেরা বংশীবাদক? যদি হয়ও তবু তার কাজ কী এই অভিযানে? প্রবাল জানে তাকে নিয়ে এমন প্রশ্ন সহযাত্রীদের অনেকের মনেই আনাগোনা করে, তাদের বাঁকা দৃষ্টি দেখলেই সে তা বুঝতে পারে।

গণিতবিদ টয়লার ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলেন, “ক্যাপ্টেন, আপনার হিসাবে কিছুটা গরমিল আছে, শেষ জাম্পে আমরা ঠিক তিন ঘণ্টা দশমিক শূন্য এক পাঁচ সেকেন্ড থাকব।”

ক্যাপ্টেন কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার মুখের কথা কেড়ে নিয়ে হঠাৎ প্রবাল বলে, “ক্যাপ্টেন, আমার একটা প্রশ্ন ছিল।”

প্রবালের দিকে প্রশ্রয়ের দৃষ্টিতে তাকিয়ে মৃদু মাথা নাড়েন ক্যাপ্টেন।

“আমি আসলে জানতে চাচ্ছিলাম যে পৃথিবীতে থাকতেই আমরা কেন ব্ল্যাংক-জাম্প দেইনি? কেন শুধু শুধু গত একমাসে বিপুল বেগে ধেয়ে সৌরজগতের বাইরে আসলাম? আর প্রাইমারি ও আল্টিমেট জাম্পের কী প্রয়োজন? প্রথমেই কেন আল্টিমেট জাম্পে যাচ্ছি না?”

৳ 150.00

ISBN

9789843445698

Published

2018