Sale!

হুমায়ূনের ভুবন

৳ 216.00

বাংলাদেশের জন্ম নেবার পর থেকে যত কথাসাহিত্যিক এসেছে তার ভেতর কেউই হুমায়ুন আহমেদের মত জনপ্রিয়তা পান নাই। ষাটের কিছু বেশী বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, কিন্তু এই নাতিদীর্ঘ জীবনেই তিনি জয় করেছেন গোটা বাংলাদেশের মানুষের ভালোবাসা। সব কিছুতেই তার অবাধ যাতায়াতে মুগ্ধ করেছেন সমাজের সব শ্রেনীর মানুষকে। নাটক বলেন, সিনেমা বলেন, সাহিত্য বলেন, হুমায়ুন আহমেদ নাম আপনার বলতেই হবে সবার আগে।

এই বইটা মুলত হুমায়ুন আহমেদ ভুবন জুড়ে যারা ছিলেন তাদের অসংখ্য স্মৃতি আর মুল্যায়নের সংকলন। যারা এই মহান সাহিত্যিককে নিয়ে বলেছেন, তারাও নিজ ভূবনে খ্যাতিমান একেকজন মহীরুহ। হুমায়ুন আহমেদকে নিয়ে বিচিত্র সব গল্পের সম্ভার এই গ্রন্থে। পরিবারের ভাই বোনদের কাছে তিনি কেমন? বন্ধু হিসাবে কেমন? আড্ডায় তিনি কেমন? নানান দিন যাপনে আর ঘটনার ঘনঘটায় তিনি কোন সব অসাধারণ মুহূর্তের জন্ম দিয়েছেন তা সবিস্তারে এ বইতে আছে।

আবার আছে অনেক বিখ্যাত কাজ গুলোর গল্প, টেলিভিশনে উনার নাটক লেখার কাজ থেকে পরিচালক হবার গল্প, শিক্ষক হিসাবে তিনি কেমন তার গল্প। কাছের মানুষদের হুমায়ুন আহমেদ মন প্রাণ জুড়ে ভালোবাসতেন, তাঁদের কেউ কেউ উনার থেকে দূরে চলে যাওয়ার পর উনি কেমন বোধ করতেন সেই অনুভুতিগুলোর গল্প আছে এই বই জুড়ে।

হুমায়ুন আহমেদের সৃজনপ্রক্রিয়া ও তার ব্যাক্তিগত নানান কিছু নিয়ে জানতে এ বইটা পাঠের বিকল্প নাই। আমরা যারা পাঠক তারা শুনে অনেক কিছু ভুল জানি। এই বই হুমায়ূনকে নিয়ে সব ভুল ভেঙে দিবে এই আশাবাদ করাই যায়। সংকলক রাহাত জামিল কিছু ইন্টারভিউ নিয়েছেন, যা বইটাকে করেছে আরো পূর্ণ। হুমায়ুন আহমেদের অগণিত পাঠকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বই।

ISBN

9789849371117

Published

November 2018