Sale!

একজন কমলালেবু

৳ 360.00

শাহাদুজ্জামান রচিত ‘একজন কমলালেবু’ একটি অসাধারণ জীবনীগ্রন্থ। কবি জীবনানন্দ দাশকে নিয়ে এরকম কাজ এর আগে বাংলা ভাষায় সম্ভবত আর হয়নি। জীবনানন্দকে নিয়ে ভূমেন্দ্র গুহ বিস্তর গবেষণা করেছন। কিন্তু তাঁর সব বই বাংলাদেশে সহজলভ্য নয়। জীবনানন্দ দাশের জীবন জানার জন্য আমাদের মতো সাধারণ পাঠকের এখন আর ভূমেন্দ্র গুহের বই-পুস্তক না পড়লেও চলবে―‘একজন কমলালেবু’ পড়ে নিলেই হবে। তাঁর জীবন তো বটেই, তাঁর সাহিত্যকর্মকে নিবিড়ভাবে বোঝার জন্য এই জীবনীগ্রন্থের কোনো বিকল্প আপাতত আমি দেখছি না। শাহাদুজ্জামানকে ধন্যবাদ এমন একটি জীবনীগ্রন্থ রচনার জন্য। জীবনীগ্রন্থ রচনায় তাঁর লেখনির হাত অত্যন্ত দক্ষ।
শাহাদুজ্জামান বহুমুখী কর্মযজ্ঞে ঋদ্ধ একজন মানুষ- কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র বিশ্লেষক ছাড়াও তার আরেক পরিচয় তিনি একজন নৃবিজ্ঞানী, কোয়ালিটেটিভ গবেষণাপদ্ধতি যার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আর এই কোয়ালিটেটিভ থিমেটিক অ্যানালিসিসের অনবদ্য সাহিত্য-প্রয়োগ আমরা দেখি যখন তিনি উপর্যুক্ত দুইটি ধারার সঙ্গে জীবনানন্দের অপ্রকাশিত উপন্যাসের সংশ্লেষ সাধন করে এক ধরনের আত্মজৈবনিক ব্যাখ্যা দাঁড় করাতে শুরু করেন। চাকরিহীন কলকাতা জীবনের দুঃসহ সময়গুলোতে জীবনানন্দ দাশ যা আগে কখনও করে দেখেননি, তাই করতে শুরু করলেন- গল্প-উপন্যাস লেখতে শুরু করলেন; যেগুলো তিনি প্রকাশ না করে বরং সারা জীবন গুপ্তধনের মতো আগলে রেখেছিলেন।
শাহাদুজ্জামান লিখছেন ‘বলা যায় জীবনানন্দের গল্প-উপন্যাসগুলো প্রায় সর্বাংশেই আত্মজৈবনিক। তার নিজের জীবনের সংকটগুলো নিয়েই তিনি নাড়াচাড়া করেছেন সেই গল্পে। গল্প-উপন্যাসগুলো যেন তার ডায়েরিরই এক সম্প্রসারিত রূপ।’ প্রায় নির্ভুল কালক্রমে জীবনানন্দ যখন গল্প-কবিতা লেখা শুরু করছেন, তার গল্পের নায়কও তখন গল্প লিখছেন ও তার পেছনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণাদি উপস্থাপন করছেন। ঠিক জীবনানন্দের জীবনের ঘটনাবলীর সঙ্গে তাল রেখে তার গল্প-উপন্যাসের নায়করাও হয়েছেন চাকরিচ্যুত, প্রেম-প্রত্যাখ্যাত, নব-বিবাহিত, উপেক্ষিত, মোহ-নিষ্ক্রান্ত, প্রতারিত, ব্যর্থ, সংশয়াবীষ্ট অথবা হতাশাগ্রস্ত। শুধু নিজের জীবনই নয়, অনেক সময় ঝঞ্ঝাক্ষুব্ধ দাম্পত্যের খলনায়িকা লাবণ্যের চরিত্রটিও তিনি এঁকেছেন প্রগাঢ় মমতা ও মনোবিজ্ঞানীর বিশ্লেষণী অন্তর্দৃষ্টি দিয়ে। সুখের কথা, এই সূক্ষ্ম বিশ্লষেণধর্মী জীবনানুষঙ্গগুলো লেখকের দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি তার নৃবিজ্ঞানীসুলভ অনুসন্ধানী পর্যালোচনার বদৌলতে
ISBN

9789849140372

Published

2017